পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধ দম্পতি নতুন ঘর পেলেন

কয়েকদিন আগেও ভাঙ্গাচোরা ঝুপড়ি ঘরে শেষ বয়সে এসেও দুর্বিষসহ ভাবে বসবাস করতে হয়েছিল খাগড়াছড়ি সদরের পেরাছড়ার বেলতলীর খামারপাড়া গ্রামের বাসিন্দা ৭৩ বছর বয়সী বরেন্দ্র লাল ত্রিপুরা ও তার ৭০ বছর বয়সী প্রভাতী বালা ত্রিপুরা দম্পতি।বাঁশ ও পলিথিনের তৈরি ছোট একটি ঝুপড়িঘরে তাদের এখন মাথা গোঁজার একমাত্র অবলম্বন ছিল কখনো কখনো চুলাই জ্বলে না আগুন। ভাঙ্গা বেড়া আর পলিথিনের চালের উপর দিয়ে শীত আর কুশাশা ঢুকে পড়তো শীতের মৌসুমে।তারা এই ঘরে বসবাস করছেন প্রায় এক যুগেও বেশি সময় ধরে। প্রতিবছর বর্ষা আর শীতের মৌসুমে ঝুপড়ি ঘরে কষ্ট খুবই কষ্ট হয়ে পড়ে। তবুও কষ্টকে সাথে নিয়েই তাদের বসবাস করতে হতো।পার্বত্য নিউজের নিউজ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে সরাসরি অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে পরিদর্শনে যান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক নগদ অর্থ প্রদান করেন তিনি। পরে বৃদ্ধ দম্পতির ভূমি সমস্যা সমাধান করে একটি নতুন ঘর তৈরি করে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে মাঝে একটি ঘর ও ডেউটিনসহ এই দম্পতিকে উপহার হিসেবে হস্তান্তর করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম।এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবর পেয়ে গত ২৭ জানুয়ারি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলামসহ খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের বেলতলী খামার পাড়ায় ভূমিহীন ও ঝুপড়ি ঘরে বসবাস করা অসহায় বৃদ্ধ দম্পতি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরার বাড়ি পরিদর্শনে ছুঁটে যান।পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন বরেন্দ্র লাল ত্রিপুরাকে একটি টিনের ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে মাত্র এক সপ্তাহের মধ্যে বরেন্দ্র লাল ত্রিপুরার জমিজমা সংক্রান্ত সকল প্রকার জটিলতা সমাধান করেন খাগড়াছড়ি জোন কমান্ডার।জমিজমা জটিলতা সংক্রান্ত সমাধানের পরপরেই জোনের সার্বিক তত্বাবধানে রান্নাঘর, ওয়াশরুমসহ একটি বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে অসহায় বৃদ্ধ দম্পতিকে নতুন ঘর উপহার হিসেবে হস্থান্তর করা হয়।পরে চেলাছড়াপাড়া এলাকার বিধবা অসহায় মহিলা সাবানা ত্রিপুরা-কে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।নতুন ঘর উপহার হস্তান্তরকালে জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, রিজিয়ন ও জোন কর্তৃক এই ধরনের মানিবক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করে যাবো। এ জেলার সকল সম্প্রদায়ের মানুষের উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সাবানা ত্রিপুরা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন