parbattanews

বিশ্বশান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো ‘পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর তিন দিনব্যাপী মহাসম্মেলন 

দীঘিনালা প্রতিনিধি:

বিশ্বশান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে  পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর তিন দিনব্যাপী মহাসম্মেলন। মঙ্গলবার(২৬ডিসেম্বর) পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় লাম্বাছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং দীঘিনালা ভিক্ষুসংঘের সংঘরাজ ভদন্ত ধর্মবংশ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অগ্রমৈত্রী বিদর্শণ ভাবনা কেন্দ্রের বিদর্শনাচার্য ভদন্ত তেজবংশ মহাথের।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি রাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল থের, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর নব নির্বাচিত সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাল চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা এবং ত্রীদিব দেওয়ান প্রমুখ।

সম্মেলনে ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের কে সভাপতি এবং শুভদর্শী মহাথের করে  ৩৩ সদস্য বিশিষ্ট পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ কমিটি মহাসম্মেলনে ঘোষণা করা হয়।

Exit mobile version