parbattanews

পার্বত্য রাঙামাটিতে নতুন বই বিতরণ

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটির প্রাক-প্রাথমিক এবং হাইস্কুলগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ জানুয়ারী) সকাল থেকে শিক্ষার্থীরা স্ব-স্ব স্কুল থেকে নতুন বই সংগ্রহ করছে। তবে স্কুলগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধে আনন্দে মেতে উঠে। করোনার ক্রান্তিকাল কমে গেলেও ওমিক্রন থেকে সতর্ক থাকতে শিক্ষার্থীদের মাস্ক পড়ে স্কুলে আসার জন্য বলা হয়েছিলো।

তবে গতবারের ন্যায় এ বছরও রাঙামাটিতে করোনার কারণে বই উৎসবের কোন আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার কারনে বই উৎসব না করা হলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

Exit mobile version