parbattanews

পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে অভাবনীয় উন্নয়ন হয়েছে

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, “১৯৯৭ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের কারণে পাহাড়ে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগে নিরাপত্তা বাহিনী ছাড়া ঘর থেকে বের হওয়া যেত না। শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে এখন দিনরাত অবাধে চলাফেরা করতে পারছে। প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুতের আলোয় আলোকিত। রাস্তাঘাট কালভার্ট, ব্রিজ তৈরির পর মানুষের  জীবনযাত্রার মান ব্যাপক পরিবর্তন হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর গ্রামে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গির হোসেন, সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, রৌশন আলী ভূইয়া এবং কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ

Exit mobile version