parbattanews

পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তিতে পানছড়িতে আনন্দ ও শান্তি র‌্যালি


নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:
আনন্দ ও শান্তি র‌্যালির মধ্যে দিয়েই পার্বত্য শান্তিচুক্তির ২১ বছরপূর্তি পালিত হয়েছে পানছড়িতে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।এর পর থেকে পার্বত্য এলাকায় বইছে শান্তির সু-বাতাস। তাই প্রতি বছর ২ ডিসেম্বর দিনটি উপলক্ষে বিজিবি কর্তৃক নানা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও ৩ বিজিবি লোগাং জোন ও পানছড়ি সাব জোনের উদ্দ্যেগে (২ ডিসেম্বর ) রবিবার সকাল দশ’টা থেকে এক আনন্দ র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির নেতৃত্ব দেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী, উপ-অধিনায়ক মেজর জিয়াউল হোসেন, সাব জোন অধিনায়ক লে. মাশরুর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমুখ।

শুরুতেই ৩ বিজিবি অধিনায়ক শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরাও র‌্যালিতে উপস্থিত ছিলেন। বিকাল তিনটায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে লোগাং জোনের উদ্যেগে এক প্রীতি ভলিবর খেলার মধ্যে দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

Exit mobile version