পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর উপলক্ষে রাঙামাটিতে জেএসএসের সমাবেশ
রাঙামাটিতে জনসংহতি সমিতির উদ্যোগে শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সুশীল বিকাশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার। এসময় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উষাতন তালুকদার বলেন, ‘আলাপ আলোচনার পর ১৯৯৭ সনের ২ ডিসেম্বর আওয়ামীলীগ সরকারের সাথে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সব সরকারের উচিত চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসা, কিন্তু ২৭ বছরেও চুক্তি বাস্তবায়ন করা হয়নি। আমরা অনেক লড়াই করেছি সংগ্রাম করেছি, আমরা ভূমি অধিকার ফিরে পেতে চাই।’
Facebook Comment