parbattanews

পালংখালীতে ডেঙ্গু সচেতনতায় পথসভা ও র‌্যালি

পালংখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

উখিয়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামুলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পরিস্কার পরিচ্ছন্ন ঘরবাড়ী, ডেঙ্গুর বিস্তার রোধ করি শ্লোগানে পালংখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় অনুষ্টিত হয়।

এতে কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‌্যালি পরবর্তী থাইংখালী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্টিত পথসভায় সচেতনামুলক বক্তব্য রাখেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

তিনি এ সময় বলেন, আগামীতে পালংখালী, থাইংখালী, বালুখালী তিনটি ময়লা-আর্বজনা রাখার জন্য ডাস্টবিন করে দেওয়া হবে। সেখানে বাজারের এ সব ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি বাড়ি, ঘর, আঙ্গিনা পরিস্কার রাখার অনুরোধ জানান তিনি।

উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোজাফফর আহমদ, নুরুল আবছার চৌধুরী, নুরুল হক মেম্বার, সুলতান আহমদ, তোফায়েল আহমেদ, মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম, পালংখালী ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ানসহ অন্যরা।

Exit mobile version