parbattanews

পাসপোর্ট করতে রোহিঙ্গা পেয়েছে এনআইডি ও নাগরিকত্ব সনদ

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে আটক রোহিঙ্গা

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শফিউল হাইর নামে এক রোহিঙ্গা পাসপোর্ট করতে এসে আটক হয়েছে। তিনি ফটিকছড়ির ২০নং আবদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হোসপন আলী তালুকদারের কাছ থেকে নাগরিকত্ব সনদ নিয়েছে। জাতীয় পরিচয়পত্রও রয়েছে তার। সেখানে চট্টগ্রামের দক্ষিণ হালিশরের ঠিকানা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ বলেন, গত এক মাসে চারজন রোহিঙ্গা পাসপোর্ট করতে এসে আটক হয়েছে।

আটক রোহিঙ্গাকে নগরীর ডবলমুরিং থানায় সোর্পদ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট করার বিষয়ে প্রতিরোধমূলক কার্যক্রম চলছে। তথাপি নানা ধরনের সনদ তৈরি করে তারা পাসপোর্ট করতে চেষ্টা করছে। আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি।

সূত্র: বার্তা ২৪

Exit mobile version