মহেশখালীতে এসএসসি ও জেএসসিতে ৩৪৭২ শির্ক্ষাথীর মধ্যে পাস ২৭৫৩, জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন


করোনাভাইরাসের মহামারীতে দেশে চলমান পরিস্তিতিতে ও সরকার ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সারা দেশের এর ধারাবাহিকতায় দ্বীপ উপজেলার মহেশখালীতে এবারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাধ্যমিকে ১৭টি স্কুলের অধিনে ২৫৫৯ জন শিক্ষার্থী এর মধ্যে ২০৬৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
অপর দিকে ২৩ টি মাদ্রাসায় জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯১৩ জন শির্ক্ষাথী এর মধ্যে ৬৮৫ জন পাস করে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
এদিকে মহেশখালীর একমাত্র ভোকেশনাল শাখা বড় মহেশখালী আইল্যান্ড হাই স্কুল হতে ৮১ জন অংশ গ্রহন করে ৮১ জন পাস করে ১৫ জন জিপিএ ফাইভ পেয়েছে। এবারে জিপিএ-৫ তুলনায় বেড়েছে পাসের হার।
স্কুলওয়ারী ফলাফল : মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় ২৬২ জনে পাস করেছে ২০৯ জন , জিপিএ-৫-১ জন, পানির ছড়া হাই স্কুল ১৫৮ জনে ১৩১ জন পাস, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় ২১৭ জনে ২০৯ জন পাস , জিপিএ৫-২ জন, কুতুবজোমম অফসোর হাই স্কুল ৬৭ জনে ৬০ জন পাস, ধলঘাটা আর্দশ ৮২ জনে ৭১ জন পাস, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল ২০৫জনে ১৬৮ পাস, জিপিএ৫- ৫ জন।
মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭৮ জনে ৭৪ জন পাস, জিপিএ-৫ পয়েছে ৩ জন। হোয়ানক বালিকা ৬৭ জনে ৪৩ জন পাস, ইউনুচ খালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ১২৮ জনে ১০৫ জন পাস, জিপিএ-৫- একজন।
বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ৯৭ জনে ৯১ জন পাস, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। শাপলাপুর হাই স্কুল ১৫৭ জনে ১৩৮ জন পাস ,জিপিএ-৫ পেয়েছে ৩ জন। কুতুবজোম আর্দশ ১২১ জনে ৮৭ জন পাস, হোয়ানক বহুমূখি উচ্চ বিদ্যালয় ২৬৫ জনে ১৯৪ জন পাস ,জিপিএ-৫ একজন।
কালারমারছড়া উচ্চ বিদ্যালয় ২৮৩ জনে ২০৭ জন পাস, হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ২৪০ জনে ১৬৯ জন পাস, জিপিএ৫- একজন। মাতারবাড়ি পাবলিক হাই স্কুল ৩৭ জনে ৩২ জন পাস, উত্তর নলবিলা হাই স্কুল ৯৫ জনে ৮০ জন পাস।
মাদ্রাসা ওয়ারী ফলাফল
শাপলাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা ৯০ জনে ৬৬ জন পাস, কুতুবজোম জামেয়া সুন্নাহ মাদ্রাসা ৪৯ জনে ৪০ জন পাস, তাজিয়াকাটা সুমাইয়া বালিকা মাদ্রাসা ২৫ জনে ১৬ জন পাস, ধলঘাটা বধরুল উলুম দাখিল মাদ্রাসা ২৭ জনে ১৫ জন পাস, মহুরিঘোনা ইসলামীয়া আলিম মাদ্রাসা ২০ জনে ৯ জন পাস, হোয়ানক ইসলামীয়া দাখিল ম্দ্রাাসা ৪৯ জনে ৪৮ জন পাস, কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসা ৫৫ জনে ৫০ জন পাস , জিপিএ৫ পেয়েছে ৩ জন।
কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা ৬৩ জনে ৪৪ জন পাস, শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ২৮ জনে ২৩ পাস, পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ৫৭ জনে ৪৭ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
পানিরছড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ৪৫ জনে ৩৪ জন পাস,
হোয়ানক রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসা ৪১ জনে ৩৬ জন পাস, বড় মহেশখালী বালিকা দাখিল মাদ্রাসা ২৫ জনে ১৬ জন পাস, বড় মহেশখালী দারুল কোরান মাদ্রাসা ৪৮ জনে ২৬ জন পাস, আহমদিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসা ৮৪ জনে ৬৫ জন পাস, জিপিএ-৫- ২ জন ,
মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রসা ৫৬ জনে ৪১ জন পাস , মাতারবাড়ি রাজঘাট দাখিল মাদ্রাসা ৩২ জনে ২৫ জন পাস, ষাইড়মারা মহিসুন্নহ দাখিল মাদ্রাসা ১৬ জনে ১৪ জন পাস , আল ইমাম মহিলা মাদ্রাসা ২৮ জনে ২০ জন পাস, উত্তর নলবিলা দাখিল মাদ্রাসা ১৯ জনে ১২ জন পাস, সিপাহির পাড়া মাদ্রাসা ৩৩ জনে ২১ জন পাস, তৈয়বিয়া তাহেরিয়া বালিকা মাদ্রাসা ২৪ জনে ১৭ জন পাস করেছে।