পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভা অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকার সময় নয়াপাড়া ইউনিয়নের রুপমুহুরি রিসোর্ট হল রুমের সভাকক্ষে আলীকদমে পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান আবু মং মার্মার সভাপতিত্বে ও পাহাড়িকা কোঃ অপারেটিভ ইউনিয়ন লিঃ এর নির্বাহী কর্মকর্তা অংগ্য মার্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর জ অঞ্চল কালব বাংলাদেশ লিঃ এর উত্তম কুমার দে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা ব্যবস্হাপক ক্লাব এর সমীরন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্রাহাম ত্রিপুরা।

প্রধান অতিথি উত্তম কুমার দে বলেন বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে আপনারা টাকা জমা রাখেন আমার মতো সচ্চ কেউ এই রকম হিসাব দিবে না প্রতিবছর আপনাদের সামবে এত সুন্দর হিসাব উপস্তাপন করি,আপনাদের কাছে আবেদন আমরা ১৪ সাল থেকে আপনাদের নিয়ে আমাদের পথ চলা। আপনারা আমাদের সাথে থাকুন শেয়ার সন্বয় বাড়ান আপনারা বিশ্বাস রাখতে পারেন।

অত্র সমিতির চেয়ারম্যান আবু মং মার্মা বলেন সর্ব প্রথম ধন্যবাদ জানায় কারিতাস কে, কেননা কারিতাস এর কারনে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিছু সন্বয় রাখতে পারছি বিপদে আপদে কাজে লাগছে। তিনি আরো বলেন আমরা পাহাড়ী লোকজন যে টাকা ইনকাম করি সে টাকা গুলো খরচ করে ফেলি এবং যদি কারিতাস আমাদের উৎসাহ না দিতো তাহলে আমাদের কোন টাকা জমা থাকতো না। পরিশেষে উপস্হতি লোকজনের উদ্দেশ্য করে বলেন আপনাদের শিশু সন্বয়,শেয়ার, মূলধন বাড়ানোর কথা বলেন।অনুষ্টানে ২০২৩ -২৪ অর্থ বছরে আয় ব্যায়,মূলধন হিসাব বাজেট পেশ করা হয় এবং আগামী ২০২৫- ২৬ ইং সালের প্রাক বাজেট ঘোষণা করা করা হয়।

ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন