পাহাড়ের ঐতিহ্যবাহী রাজবন বিহারে দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

পাশাপাশি বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রাঙামাটির নারী উদ্যোক্তা মিসেস মঞ্জুলিকা খীসা চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রদান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে আবাসিক ভান্তেরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশ নেওয়া পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
উদ্বোধনের পর রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সহ-সভাপতি নিরূপা দেওয়ান বলেন, রাঙামাটি রাজবন বিহারের এই কঠিন চীবর দানোৎসবটি তিন পার্বত্য জেলার সবচেয়ে বড় কঠিন চীবর দানোৎসব। পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পাহাড়ি জনগোষ্ঠী এই কঠিন চীবর দানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই রাজবন বিহারের উৎসবটি ছাড়াও রাজবন বিহারের অন্তর্গত আরও অনেকগুলো বিহারে দানোৎসব হয়। তবে এটি সবচেয়ে বড়। রাঙামাটি জেলার পাশাপাশি অন্যান্য অনেক জেলা থেকে ২৪ ঘণ্টায় চীবর তৈরি করে সেটি দান করার এই প্রথায় অংশ নেওয়ার জন্য অনেকেই এসেছেন। তাদের আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই পুণ্যানুষ্ঠানের মাধ্যমে বিশ্বের মঙ্গল ও শান্তিকামনা করি।
চীবর তৈরির কাজে অংশ নেওয়া উপাসিকা মোনালী চাকমা বলেন, আমি বরকল উপজেলা থেকে চীবর দান করতে এসেছি। আজ সারারাত আমরা চীবর বুনবো এবং আগামীকাল দুপুরে এই চীবর ভান্তে এবং ভগবান বুদ্ধের চরণে উৎসর্গ করবো।
তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে আড়ম্বরপূর্ণভাবে রাঙামাটি রাজবন বিহারে প্রতি বছর এ দানোৎসবের আয়োজন করা হয়।
এদিকে উৎসব উপলক্ষ্যে রাজবন বিহার এলাকায় মেলা বসেছে। মেলা প্রাঙ্গনে সহ¯্রাধিক স্টলে পাহাড়ের উৎপাদিত বিভিন্ন ফল-সবজির পাশাপাশি পিঠা-পুলি, কুটির ও হস্ত শিল্পের পণ্যের পসরা বসেছে।
প্রসঙ্গত, গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাউপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা রঙ করে কাপড় বুনে তা সেলাই করে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করে এই কঠিন চীবর দানের সূচনা করেন প্রায় আড়াই হাজার বছর আগে। এই পদ্ধতিতে দান করলে কায়িক, বাচনিক মানসিকভাবে অধিক পরিশ্রম হয় এবং অধিকতর পুণ্যলাভ হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ আছে। পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বন বিহারের দায়ক-দায়িকাদের দিয়ে এই কঠিন চীবর দানোৎসবের পুনঃপ্রবর্তন করান।

















