‘পাহাড়ে জাতিগত বিভেদ ও হানাহানি করে কখনো শান্তি ফিরে আসবেনা’
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেছেন, এই পাহাড়ে জাতিগত বিভেদ ও হানাহানি করে কখনো শান্তি ফিরে আসবেনা।
রবিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতির সমাবেশে তিনি এ কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ি-বাঙালিদের মাঝে বিভেদ সৃষ্টি করে, মারামারি করে আমরা কেউ এই পাহাড় ছেড়ে চলে যায়নি, ভবিষ্যতেও যাবেনা। আমাদের কেউ এখান থেকে চলে যাওয়ার সুযোগ নাই। বরং এসব বিভেদ ও হানাহানি আমাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করবে। অবিশ্বাস ও বিভেদ ভুলে মিলেমিশে থাকতে হবে। আমাদের সবাইকে এখানেই চিরদিন থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে যোগ দেয়ার পূর্বে দীঘিনালায় রাসলীলা উৎসব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওয়াদুদ ভূঁইয়া।