পাহাড়ে প্রকৃতি পরিবেশ সংরক্ষণ

পাহাড়ে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধারে আলোচনা অনুষ্ঠিত

fec-image

বান্দরবানের থানচি উপজেলার পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts।Progress Review and Planning Meeting) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ জুলাই সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংন্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নের অরণ্য ফাউন্ডেশন ও REDAA

তত্ত্বাবধানের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) ‘র আয়োজনের অরণ্য ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং সঞ্চালনায় বিএনকেএস প্রোগ্রাম পাটনার লীড কর্মকর্তা ক্যবাথোয়াই সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল ইসলাম, অরণ্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার আমীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পাহাড়ে প্রকৃতি পরিবেশ সংরক্ষণ না করা গেলে এক সময় প্রাকৃতির আঘাতে মানুষও থাকবে না। শংঙ্খ নদের সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট বনাঞ্চলসহ সর্বস্তরে গাছ, বাঁশ, জুম কাটা থেকে বিরত থাকার, জনসচেতনতা সৃস্টি করতে পারলে বৃক্ষ রোপণ কর্মসূচি ও সংরক্ষণের প্রকল্পের বাস্তবায়ন করার সম্ভব এবং সর্বন্তরে সহযোগিতার আহবান জানান। সভা শেষে প্রান্তিক জনগোষ্ঠী উপকারভোগীদের বৃক্ষ চারা বিতরণ করা হয়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন