পাহাড়ে বিবাহের রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুতি হলো থানচিতে


বান্দরবানে থানচি উপজেলার পাহাড়িদের বিবাহবন্ধনের কারবারী হেডম্যানের মাধ্যমে বিবাহবন্ধনের রেজিস্ট্রেশন চলতি মার্চ থেকে চালু করা হয়েছে। প্রতিটি কারবারী হেডম্যানের কাছে রেজিস্ট্রেশনের বই তুলে দেয়া হয়।আজ রোববার উপজেলা পরিষদের হল রুমে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের আলোচনাসভায় এ সব তথ্য উপস্থাপন করেন হেডম্যান কারবারী নেতারা।
হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি এই প্রতিপাদ্যে বান্দরবানে থানচিতে উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য প্রাপ্তি তিনজন সদস্যদের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বোমাং সার্কেল হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমা সভাপতিত্বে, হেডম্যান মুইশৈথুই মারমা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বোমাং সার্কেলের জেলা হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিংহ্লা মারমা প্রমুখ।