পাহাড়ে শোভাযাত্রা-জলকেলিতে মারমাদের সাংগ্রাই উৎসবের আমেজ

fec-image

মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই। এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানায় মারমারা। এ উপলক্ষে বান্দরবা‌নে নাইক্ষ্যংছড়িতে বইছে উৎসবের আমেজ। এই উৎসবকে কেন্দ্র করে নতুন পোশাকসহ কেনাকাটা, ঘরবাড়ি সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মারমা সম্প্রদায়।

জানা যায়, পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম ৩ দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় বছরের সকল পাপাচার, গ্লানি ধুয়ে-মুছে দিতে এবং নতুন বছরকে বরণ করে নিতে যুগ যুগ ধরে ‘বৈসাবি’ উৎসব পালন করে আসছে।

পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। প্রতিবছর চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণ উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’, মারমারা ‘সাংগ্রাই’ এবং চাকমা ও তঞ্চঙ্গ্যারা ‘বিজু’ উৎসব পালন করে। তিন উৎসবের আদ্যক্ষর নিয়ে এই উৎসবকে বলা হয় ‘বৈসাবি’।

সাংগ্রাই অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যরা জানান, ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ দিনব্যাপী আয়োজন করা হয়েছে মারমাদের সাংগ্রাই অনুষ্ঠান।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছর ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও উপজাতি সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পৃথকভাবে আয়োজিত এ শোভাযাত্রায় জাতি-ধর্ম-বর্ণ, নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে সমগ্র জাতি একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে পালন করে এই উৎসব। উপজেলা প্রশাসনের পক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলেও উপজাতি সম্প্রদায় তথা পাহাড়িদের পক্ষে তিনদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয় বর্ণিল আয়োজনে।

মারমা, ত্রিপুরা, চাকমা, বড়ুয়াসহ আরো অনেক পাহাড়িদের প্রাণের উৎসব এই বাংলা নববর্ষ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বিভিন্ন রঙের ঐতিহ্য পোশাকে শতশত মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে এসে শেষ হয়।

এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানেওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইমরান, কৃষি অফিসার এনামুল হক, সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষেও শিক্ষার্থীরা এদিন আনন্দ শোভাযাত্রা বের করে।

অপরদিকে উপজাতি মারমা সম্প্রদায়ের পক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ধুংরী হেডম্যান পাড়া হতে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজাতি সকল স্তরের পুরুষ অংশগ্রহণ করেন।

জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক জানান, সাংগ্রাই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে পিঠাপুলি ঐতিহ্যবাহী জলকেলির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মারমা বলেন, তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসবে বাঁকখালী নদীতে বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা, জলকেলি, পিঠা তৈরি, হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, বয়স্ক পূজা এবং সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। তবে অন্যান্য ধর্মের প্রতি সম্মান রেখে আমরা কর্মসূচি গ্রহণ করেছি।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রতিটি স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে যেন অনুষ্ঠান পালন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন