পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নেই : লংগদুবাসী
পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত কার্যক্রম হিসাবে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের আওতাধীন এলাকায় সাধারণ জনসাধারণের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের পাহাড়ি-বাঙালি অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন সহ, স্বাবলম্বী হওয়ার উপকরণ সহযোগিতা প্রদান করেন।
সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ। তারা বলেন, পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নেই। সুখে-দুঃখে যেকোন মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
আটারকছড়া ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার, স্বরনিকা মেম্বার বলেন, চিকিৎসা শিক্ষা ও নিরাপত্তায় সর্বদা সবার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ভরসাস্থল হিসাবে আমরা কাছে পাই।
এসময় উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক আহমদ ফারশাদ কবির, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ জোনের অন্যান্য অফিসারবৃন্দ।