পাহাড় কাটার সময় মাটিচাপায় রোহিঙ্গা শিশু নিহত, আহত ২

fec-image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মো. ছৈয়দ উল্লাহ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়া ১৪নং ব্লক বি ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ উল্লাহ ১৫নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। আহতরা হলো- ১৪নং ক্যাম্পের সৈয়দ নূর (১৫) ও একই ক্যাম্পের এনায়েত রহমান (৬)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, সকালের দিকে ১৪নং ক্যাম্পে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে তিন শিশু চাপা পড়ে। এ সময় দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছৈয়দ উল্লাহ মাটি চাপা পড়ে মারা যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি খন্দকার ফজলে রাব্বী জানান, সকালে ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় শিশু-কিশোররা খেলছিল। এক পর্যায়ে পাহাড়ের ওপর থেকে বড় এক খণ্ড মাটি আকস্মিক ধসে পড়ে। এতে তিন শিশু মাটিচাপা পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মাটি সরিয়ে স্থানীয়রা আহত দুই শিশুকে ক্যাম্প-সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটির। তা ছাড়া পাহাড়গুলো এখন পুরোপরি বৃক্ষশূন্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় এবং শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৯ জুন রাত থেকে সকালের মধ্যে ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১ নম্বর ক্যাম্পে একজন, ৮ নম্বর ক্যাম্পে একজন, ৯ নম্বর ক্যাম্পে ৩ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন এবং ১৪ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন