পাহাড় ধসের আতঙ্কে রোহিঙ্গারা, একদিনে ১০ জনের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিধস প্রবণ এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ কক্সবাজারের উখিয়া-টেকনাফ এর রোহিঙ্গা ক্যাম্পগুলো। পাহাড় বেষ্টিত এই অঞ্চলে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখের অধিক রোহিঙ্গার বসবাস।
পাহাড় কেটে থরে থরে গড়ে উঠা রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরগুলো ত্রিপল আর বাঁশের কাঠামোতে তৈরি। ফলে বর্ষা আসলেই পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করা রোহিঙ্গারা পাহাড় ধসের আতঙ্কে থাকেন।
মঙ্গলবার রাত থেকে হঠাৎ শুরু হয় ভারি বৃষ্টিপাত, আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাত। ফলে রোহিঙ্গা ক্যাম্পের ৪টি স্থানে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় স্কুল শিক্ষার্থী।
পাহাড়ধসে নিহতরা হলেন, ৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, ব্লক ১০ এর আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), ওই ক্যাম্পের আই ৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও আই ৯ ব্লকের মো. জামালের ছেলে মো. সালমান (৩)। ৮ নম্বর ক্যাম্পে নিহত হন, বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪)। ১৪ নম্বর ক্যাম্পে নিহত হন উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)।
আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ১ নম্বর ক্যাম্পে নিহত হন, এফ/৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪)।