খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা

পাহাড় হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান : ওয়াদুদ ভূইয়া

fec-image

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, পাহাড় হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান। কোন ঝগড়া হলে তাকে আমরা পাহাড়ি-বাঙালি হিসেবে নেবো না। সমস্যা সৃষ্টি হলে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করবো। মারামারিতে লিপ্ত হবো না।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে আসলে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু ও সাবেক ইউপি চেয়ারম্যান শান্তিপ্রিয় চাকমাসহ বিপুল সংখ্যক চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, বাংলাদেশী জাতীয়বাদে বিশ্বাসী বিএনপি পাহাড়ি সম্প্রদায়কে বিশ্বাস করে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে পাহাড় হবে সম্প্রীতির জনপদ। বিনা টাকায় চাকরিসহ সকলের কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমিসহ অনেক বিএনপির নেতাকমী পাহাড়িদের বাসায় আশ্রয় নিয়ে আন্দোলন করেছি। পাহাড়িরা আমাকেসহ নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জগদিস চাকমা, সমর বিকাশ চাকমা ও জ্ঞান রঞ্জন চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন