parbattanews

পাহাড়ধস; থানচি সড়কেও যোগাযোগ বন্ধ

জীবন নগর পাহাড়ের নিচের প্রথম বাকেঁ পাহাড়ের মাটি এসে পড়ায় যানচলাচল বন্ধ

মৌসুমী বায়ুর প্রভাবে বান্দরবানে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদর ও আলীকদম যোগাযোগ বন্ধ থাকার পর এবার থানচি সড়কও যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে জীবন নগর পাহাড়ের নিচের প্রথম বাকেঁ একটি পাহাড়ের মাটি এসে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে থানচির সাথে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ থাকার তথ্য নিশ্চিত করেছেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। তবে সড়কের যোগাযোগ পুন: স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, রাস্তার উপর পাহাড় ধসে পড়ায় কোন যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয় লোকজন পাহাড় ডিঙ্গিয়ে চলাচল করছে। অনেকে কাঁধে ভার করে মালামাল পাহাড় ধস এলাকা পার করছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা থেকে মাটি সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা।

Exit mobile version