parbattanews

পাহাড়ি নারী নির্যাতনের ঘটনায় দীঘিনালা থানায় মামলা

দীঘিনালায় এক পাহাড়ি নারীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গেল মঙ্গলবার রাতে নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে পাঁচ (৫) জনের নাম উল্লেখ্য করে ১০/১২ জন অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭জুন রাত এগারোটার দিকে মামলার এক নম্বর আসাসি আদে চাকমা(৫০) এর নেতৃত্বে ৫ জন এবং অজ্ঞাত ১০/১২জনের দূর্বৃত্ত্ব থাকার ঘরের বাঁশের দরজা ভেঙে চোখমুখ বেধে ৫/৬ কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে রাতভর নীলাফুলা জখম করে নির্যাতন চালায়। পরদিন ৮জুন সকাল ৯টার দিকে সাধনাটিলা এলাকায় ছেড়ে দেয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

Exit mobile version