parbattanews

পাহাড়ের উন্নয়নে নেতা-কর্মীকে এক হয়ে কাজ করতে হবে: দীপংকর তালুকদার

পাহাড়ের উন্নয়নে তৃণমুল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শনিবার (২০ নভেম্বর) সকালে বিলাইছড়ি উপজেলা এবং কাপ্তাই উপজেলার আওয়ামী লীগ থেকে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে নির্দেশনা প্রদান করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের আরো বেশি মনোযোগী হতে হবে।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পংখোয়া, সদস্য দীপ্তিময় তালুকদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ওয়াগ্যা ইউনিয়ন দু’বারের চেয়ারম্যান চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদের দু’ইবারের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version