পাহাড়ের প্রধান ধর্মীয় গুরু নন্দ পাল মহাস্থবির ভান্তে বর্ষাবাসের সুবর্ণজয়ন্তী পালন
পাহাড়ের ধর্ম গুরু বৌদ্ধ রত্ন উপাধিপ্রাপ্ত নন্দ পাল মহাস্থবির ভান্তের বর্ষাবাসের সুবর্ণজয়ন্তীতে হাজারও মানুষের প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) জেলার দীঘিনালা সাধনাটিলা বন বিহারে (আসল নাম সোনা মিয়া টিলা) অনুষ্ঠানমালার মধ্যে ছিল বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ঠ পরিস্কার দান, হাজার প্রদীপ দান, স্বধর্ম শ্রবণ, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা ও দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও ধর্ম প্রাণ নর-নারী অংশ গ্রহণ করেন।
নন্দ পাল মহাস্থবির সাধনা নন্দ মহাস্থবির বন ভান্তের প্রধান শিষ্য, বৌদ্ধ রত্ন উপাধি প্রাপ্ত। তিনি বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন।
তিনি আজ থেকে ৫০ বছর আগে লংগদু তিনটিলা বন বিহারে পাহাড়ে প্রধান ধর্মীয় গুরু সাধনা নন্দ মহাস্থবির বন ভান্তের নিকট প্রবজ্যা গ্রহণ করেন।