parbattanews

পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজনে সাহিত্যের বিকল্প নেই: কংজরী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজনে সাহিত্যের বিকল্প নেই।

বুধবার(১৮এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে গবেষক চিংলামং চৌধুরী রচিত কাব্যগ্রন্থ “আখ্যিং তাইংথা লাইংমা’ বা সময়ে সেতু পথে ও মথুরা বিকাশ ত্রিপুরা রচিত কাব্যগ্রন্থ “ উংবালে এহুহুহু” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি থেকে দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম।

Exit mobile version