parbattanews

‘পাহাড়ে আঞ্চলিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করে রাজনীতি করতে হয়’

খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুদার এমপি বলেছেন, আওয়ামী লীগকে পাহাড়ে আঞ্চলিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করে রাজনীতি করতে হয়। আবার সমতলে বিএনপি-জামাতের সাথে আন্দোলন করে টিকে থাকতে হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনিস্টিটিউটে মাঠে বাংলাদেশ মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, তারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর মনে করেছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলতে পারবে, কিন্তু সেটি তো পারেনি। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করেছে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত জোট আবারও দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি-জামাত ও পাহাড়ে আঞ্চলিক দলগুলোর নাশকতার বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরু আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

Exit mobile version