parbattanews

পাহাড়ে ‘জলকেলি’ উৎসব বাতিল

অল্প কিছুদিন পর পাহাড় সাজবে উৎসবের নবরূপে। কারণ দিনটা হলো নববর্ষ বা বৈসাবি। তবে সেই উৎসবে এইবার ভাটা পড়েছে। করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব যেভাবে নাকাল তার থেকে পাহাড়ের বাসিন্দারাও নিস্তার পাইনি।

তাই করোনা মোকাবেলায় মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস) এইবার তাদের ঐতিহ্যবাহী ‘জলকেলি’ উৎসব বাতিল করেছে। শুক্রবার (২৭মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন, মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস) এর কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার সম্পাদক হ্লা প্রু সাইন মারমা।

মাসাস এর কেন্দ্রীয় এ নেতা জানান, প্রতি বছর আমরা সামাজিক অনুষ্ঠান ‘সাংগ্রাই জল উৎসব বা জলকেলি’ পালন করে আসছি। কিন্তু সম্প্রতি সময়ে করোনা ভাইরাস সারা পৃথিবীর মানব সমাজকে গ্রাস করছে। এই ভাইরাস থেকে আমরা পাহাড়ের বাসিন্দারাও রেহাই পাচ্ছি না। সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা নতুন বছরে ‘সাংগ্রাই জল উৎসব বা জলকেলি’ উৎসব না করার সিন্ধান্ত গ্রহণ করলাম।

Exit mobile version