parbattanews

পাহাড়ে নানা আয়োজনে চলছে মারমা সম্প্রদায়ের মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব

untitled-1-copy

গুইমারা প্রতিনিধি:

‘অহিংসা পরম ধর্ম’ বুদ্ধের এ বাণীকে ধারণ করে খাগড়াছড়ির সবুজ পাহাড়ে নানা আয়োজনে চলছে মাসব্যাপী মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষা বাসের পর এ উৎসবে মেতে উঠে মারমা সম্প্রদায়।

বুধবার সকালে জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলার ডাক্তারটিলা বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান উৎসব। বুদ্ধ ধর্মীয় গুরু সুরিয়া মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪-ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল গোলাম ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গির আলম, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: জোবায়রুল হক, ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুর রহমান প্রমূখ।

‘বিশ্ব শান্তি বৌদ্ধ বিহার’ অদক্ষ চাইন্দা সুরিয়া মহাথের’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশনা প্রধান করেন ক্ষমাসারা মহাথের ও জ্ঞানবংশ মহাথের। অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্বী শত শত পূণ্যার্থী, দায়ক-দায়ীকা, বৌদ্ধ ভিক্ষুদের জন্য বস্ত্র দান ও সঙ্গ দানের পাশাপাশি সুস্বাদু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করা হয়।

Exit mobile version