পাহাড়ে পর্যটনের ওয়ান স্টপ সার্ভিস চান পথ প্রদর্শকরা

fec-image

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা উপস্থিত বক্তারা বলেছেন, ‌‌‌‌পাহাড়ে পর্যটন শিল্পকে বিকশিত করতে হলে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। এছাড়াও পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান নামকরণকে বাদ দিয়ে ঐতিহ্যবাহী নামের পরিচিত হতে যাবতীয় করণী তা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, পথ প্রদর্শক, ভ্রমণকারীদের সহযোগিতা চেয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় “অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন ” প্রতিপাদ্যে বান্দরবানে থানচিতে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে থানচি পর্যটন পদ প্রদর্শক কল্যাণ সমিতির আয়োজনে টুরিষ্ট পুলিশের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা উপস্থিত বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।

পাহাড়িদের ঐতিহ্যবাহী নাম ছিল থানছি কিন্তু সেটি থানছি হয়েছে ঙাফাঁ- খুমকে নাফাখুম, বংডকে রাজা পাথর, পালংহুকে তমাতঙ্গী, ক্রাউডংকে ডিম পাহাড় নাম করণ করা হয়েছে। সেটি আগামী প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী নামগুলো মুছে যাবে বলে মনে করেন তারা। এসময় পর্যটন কেন্দ্রগুলোতে বর্তমান নাম পরিবর্তন করে ঐতিহ্যবাহী নামে সাইনবোর্ড, বিলবোর্ড স্থাপনে উদ্যোগ ও ব্যাপক প্রচার প্রচারণা নেয়ার সকলের নিকট আহ্বান জানানো হয়েছে।

পর্যটন তথ্য সেবা কেন্দ্রের দক্ষিণ হাওয়া গ্যালারিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্যটন পদ প্রদর্শক কল্যাণ সমিতি সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমন, সহ সভাপতি লালথাং বমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায়, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, টুরিস্ট পুলিশের সহকারী পরিদর্শক মো. এরশাদ হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মো. এমরান হোসেন, পদ প্রদর্শক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক জওয়াইপ্রু মারমা প্রমুখ।

এ সময় উপজেলা শতাধিক পদ প্রদর্শক স্বতঃস্ফূর্ত অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন