parbattanews

পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ বন উজাড়

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন,  পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ হলো বন উজাড়। বন ধ্বংসের কারণে ভয়াবহ পাহাড় ধস  ঘটেছে।

জেলা পরিষদের আয়োজনে রাঙামাটিতে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিদিব কান্তি দাশ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

এ সময় পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য মো. জানে আলম, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version