parbattanews

পাহাড়ে বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে করনীয়

প্রকৌশলী শাহাদাৎ ফরাজি সাকিব:

পাহাড়ে অতি বৃষ্টির কারণে মাটির ইন্টারনাল বেয়ারিং ক্যাপাসিটি কমে যাওয়ার ফলে মাটি থেকে মাটি সরে আলাদা হয়ে পাহাড়ের নিম্নের দিকে ধ্বসে পড়ে। মাটির সাথে ভূমিতে (সারফসে) থাকা গাছপালা মাটি আলাদা হয়ে যাওয়ার কারণে মাটির সাথে তা ভেঙ্গে পড়ে। ইতমধ্যেই লক্ষ্যনীয় যে, রাঙ্গামাটিতে গতকাল রাতে এমন ভয়াবহ দুর্ঘটনার স্বীকার হয়ে শিশু সহ অনকেই প্রাণ হারিয়েছেন।

এমন দুর্ঘটনার এড়িয়ে চলতে যা যা করনীয়:

১) সর্ব প্রথম খেয়াল রাখতে হবে, আমি যে বাড়িটিতে বাস করছি সেটি পাহাড়ের ঢালে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্যত্র সরে যেতে হবে।

২) হঠাৎ দুর্ঘটনার স্বীকার হলে, খাটের নিচে আশ্রয় নিন। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন।

৩) আপনার বাড়িতে দুর্ঘটনার আশঙ্কা থাকলে নিকটস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখুন।

৪) পাহাড় কেটে বসতি স্থাপন বন্ধ করতে হবে।

৫) পাহাড়ে গাছপালা কাটা বন্ধ করতে হবে এবং বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।

৬) সর্বপরি পাহাড়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বৃক্ষনিধন বন্ধ পূর্বক ঝুম চাষাবাদ বন্ধ করতে হবে।

Exit mobile version