parbattanews

পাহাড় ধসের ফলে গবাঘোনা সড়ক হুমকির মুখে

কাপ্তাই প্রতিনিধি:

প্রবল বর্ষণ ও পাহাড় ধসের ফলে গবাঘোনা বাজার থেকে সেনা ক্যাম্প পর্যন্ত সড়কটির ব্যাপক ভাঙ্গনে প্রায় তিনশত পরিবার হুমকির মুখে।

গবাঘোনা  বাজার হয়ে সড়কের  দু’পাশে এলাকার প্রায় তিনশত পরিবার বসবাস করছে। বর্ষণ ও পাহাড় ধসের ফলে ইতি মধ্যে সড়কটি ৯০% ভাঙ্গনের ফলে কাপ্তাই হ্রদে তলিয়ে গেছে। মসজিদ, স্কুল, মাদ্রাসা, সেনা ক্যাম্প ও এলাকার একমাত্র যাতায়াতের মাধ্যম এ সড়কটি।

এলাকার বসবাসরত ফাতেমা, হাজেরা, নুরুল হক ও ফজলুল হক, মাওলানা নোমান এরা বলেন, বর্ষা হলে আমাদের আর ঘুম হয়না। কখন সড়কের পাশে বাসা-বাড়ি ভেঙ্গে কাপ্তাই হ্রদে  ছোট, ছোট শিশুদের নিয়ে তলিয়ে যাই। আমরা চাই প্রশাসন অতিদ্রুত রিটানিং ওয়াল দিয়ে আমাদের এ ভাঙ্গনের হাত থেকে রক্ষা করুন।

এদিকে গবাঘোনা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন বলেন, পাহাড় ধসের ফলে সড়কের পাশের একমাত্র টিউবওয়েলটিও ধসে হ্রদে চলে গেছে। এটি সংস্কার করা দ্রুত প্রয়োজন না হলে শত, শত পরিবার ব্যাপক ক্ষতি হবে। তিনি এ ব্যাপারে প্রশাসনকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলেও জানান।

Exit mobile version