পাহাড় ধসের শঙ্কায় দুইদিন সাজেক ভ্রমণ বাতিলের অনুরোধ
টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের সঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলা সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের দুইদিন ভ্রমণ বাতিলের অনুরোধ জানিয়েছে “কটেজ মালিক সমিতি অফ সাজেক” ।
বৃহস্পতিবার (১১জুলাই) বিকাল পাঁচটায় কটেজ মালিক সমিতির জরুরী সভায় এই অনুরোধ জানানো হয়।
এবিষয়ে কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে যে কোন মুহুর্তে পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বিধায় আমরা মালিক সমিতি সহ সাজেক উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী দুই দিন ১২-১৩ জুলাই পর্যটকদের সাজেক ভ্রমন না করার জন্য অনুরোধ করছি। শুক্রবার শনিবার সরকারি ছুটির দিন থাকায় প্রায় কটেজে শতভাগ বুকিং ছিল এখন সেগুলো বাতিল করা হচ্ছে। যেসব পর্যটক অগ্রিম বুকিং করেছিল তাদের ফোন করে অর্থ ফেরৎ দেওয়া হচ্ছে ।
এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, টানা বর্ষণে এমনিতেই পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা থাকে আর তাই সাজেক ভ্রমনে পর্যটকদের আবহাওয়া বিবেচনা করে ভ্রমন করা উচিৎ। এই আবহাওয়ায় যদি পর্যটকরা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই তারা বিপাকে পড়ার সম্ভাবনা থাকে।