parbattanews

পাহাড় ধস থেকে বাঁচতে রাঙামাটি প্রশাসনের তৎপরতা

 রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন করা হয়েছে। সোমবার (১৭ মে)বিকেলে শহরের ঝুঁকিপূর্ণ রূপনগর, শিমুলতলী এলাকায় ক্যাম্পেইন করা হয়।

ওইদিন জেলা পর্যায়ের সচেতনতামূলক প্রচার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, স্থানীয় কাউন্সিলর, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউটস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের কর্মসূচির সাথে মিল রেখে উপজেলা পর্যায়েও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version