পিআইবি’র প্রশিক্ষণ পেলেন রাঙামাটির সাংবাদিকরা

fec-image

 রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ দিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। শনিবার (১০জুলাই) দিনব্যাপী অনলাইন জুমের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়

অনুষ্ঠিত প্রশিক্ষণশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, পিআইবি’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ।

তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাশ হয়, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব রয়েছে। তথ্য সংগ্রহের কাজে গণমাধ্যমকর্মীদের মাঠ পর্যায়ে থাকতেই হচ্ছে। তথ্য অধিকার আইন বিষয়ে সম্যক ধারণা থাকা প্রয়োজন এবং এই আইন প্রয়োগে সাংবাদিকদের আরও গুরুত্ব দিতে হবে।

অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে। এতে পিআইবি’র জিলহাজ উদ্দিন নিপুন যুক্ত হন। এসময় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক রাঙামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন