পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

fec-image

চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন সাকিব আল হাসান। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

বৃৃহস্পতিবার(১৫মে) জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। গণমাধ্যামকে নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।

পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন