পিএসজি ছাড়ছেন মেসি, আনুষ্ঠানিক ঘোষণা
অবশেষে মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পিএসজি। দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের সাংবাদিকদের জানিয়েছেন, পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি।
বৃহস্পতিবার (১ জুন) সাংবাদিকদের গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। এটাই (ক্লেরমঁর বিপক্ষে) পার্ক দে প্রিন্সেসে তাঁর শেষ ম্যাচ।’ মেসির পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে একটি আশার কথাও বলেছেন গালতিয়ের, ‘আমি আশা করছি যে সে উষ্ণতম অভিনন্দনই পাবে।’
বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তির কথা শোনা গেলেও সেটা তিনি শেষ পর্যন্ত করেননি। এর মধ্যেই বিনা অনুমতিতে সৌদি আরব সফরে গেলে পরিস্থিতি আরও বাজে হয়ে ওঠে। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। সেই সময় দলটির সমর্থকদের একটা অংশ মেসির বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভও করে।
মেসিকে নিয়ে প্যারিস যখন উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।