পিছিয়ে পড়া পার্বত্য বান্দরবানবাসীর জীবনমান উন্নয়নে এককালীন চেক বিতরণ

fec-image

সমাজের পিছিয়ে পড়া পার্বত্য বান্দরবানবাসীর জীবনমান উন্নয়নে এককালীন চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে সমাজ সেবা অধিদপ্তর বান্দরবান জেলা শাখার আয়োজনে সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে এই চেক বিতরণ করা হয় ।

বান্দরবান সমাজ সেবা অধিদপ্তর উপ পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা। এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক উবশী দেওয়ান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবছর বিভিন্ন সংগঠনকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় এ বছরও ৭টি সংগঠনের মাঝে ২ লক্ষ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই পার্বত্য বান্দরবানবাসীর জীবনমান উন্নয়নে সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন