parbattanews

পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে: ব্রিগে. জেনারেল একেএম সাজেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগে. জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ। পাহাড়ে যেকোন প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। একটি কুচক্রি মহল পাহাড়কে জুম্মল্যান্ড তৈরির অপচেষ্টা করছে মন্তব্য করে বলেন, তাদের এই অপচেষ্টা বাস্তাবায়িত হতে দেয়া যাবে না।

গুইমারা রিজিয়নের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এ জনপদে পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পাহাড়ে টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের উভয়ের সহাবস্থান প্রয়োজন। উভয়ের সকল কাজে সমান সুযোগ দিতে হবে। তবেই উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর ইমরাউল কায়েস ইমরুল,  জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুইয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গুইমারা রিজিয়নের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে হতদরিদ্র পাহাড়ি বাঙ্গালী জনগণের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগে. জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

Exit mobile version