parbattanews

পিসিপি নেতা গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়িতে দুই দিনের হরতাল

নিজস্ব প্রতিনিধি :
পাহাড়ী ছাত্র পরিষদ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুই দিনের হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

বুধবার সকাল থেকে হরতাল শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

পুলিশ জানায়, বিলাইছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের অর্থ সম্পাদক সুনীতিময় চাকমাকে (২২) নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা দাবী করেন, গত দুই দিন জেএসএস এর অবরোধ চলাকালে মঙ্গলবার বিলাইছড়িতে পিকেটিং করছিলো পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পুলিশ বিনা উস্কানিতে পিকেটিংরত চার নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। পরে তিনজনকে ছেড়ে দিলেও সুনীতিময় চাকমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার বিলাইছড়িতে হরতালের ঘোষণা করা হয়েছে।

Exit mobile version