parbattanews

পুলিশের বাঁধার মুখেও খাগড়াছড়িতে দলীয় কার্যালয়ের সম্মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বাঁধার মুখে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা প্রদান করে। পরে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের কণ্ঠরোধ করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কর্মসূচিগুলোতে একরে পর এক পুলিশ দিয়ে বাঁধা প্রদান করা যাচ্ছে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিএনপির কংচাইরী মাস্টার, মণীন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, সদর পৌর বিএনপির সসাধারন সম্পাদক (ভাঃ) জহির আহমেদ, জেলা যুবদল নেতা কমল ত্রিপুরা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম আসাদ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কুহেলি দেওয়ান, জেলা জিয়া পরিষদের সভাপতি রতন জ্যোতি ত্রিপুরা প্রমূখ।

Exit mobile version