parbattanews

পুলিশের বাঁধা সত্বেও তারেক রহমানের গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

untitled-1-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি

সোমবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি আদর্শ যুব সংগ ক্লাবের সামনে থেকে মিছিল বের করে প্রধান সড়কে ওঠার সময় পুলিশ বাঁধা প্রদান করে পুলিশি বাঁধায় মিছিলটি সামনে অগ্রসর হতে না পেরে গণপূর্ত বিভাগের অফিসের সামনেই প্রতিবাদ সমাবেশ করে তারা

সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভয়ে দেশে আসতে বাঁধা প্রদানের জন্যই গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। এ সময় সরকারকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি

বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সদর উপজেলা বিএনপি সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত সহ অন্যান্ন নেতৃবৃন্দ

Exit mobile version