পুলিশের হাত ধরে পানছড়ি সবজি হাটে স্বস্তি


পানছড়ির হযবরল সবজি হাটে শৃংঙ্খলা ফেরাল পানছড়ি থানা পুলিশ। উপজেলার বিভিন্ন শ্রেণীর কৃষকের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে বাজারে এসে পড়তে হতো আবাসন সমস্যায়। তাছাড়া ছোট্ট একটি জায়গায় সামাজিক নিরাপত্তা দুরত্ব নিয়েও ছিল বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় সমস্যা। তাই তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এলো পানছড়ি থানা।
ওসি মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৭ এপ্রিল) বাজারের গলিতে আঁকা হয়েছে সামাজিক নিরাপদ দুরত্ব বৃত্ত।
এসআই পার্থ রায় চৌধুরী, এসআই মো: মহিউদ্দিন ও এসআই অনিক কুমার দে সহ পুলিশ সদস্যরা কাজ করেছেন বৃত্ত অংকনে।
স্বস্তির নিশ্বাস ফেলে কয়েকজন সবজি বিক্রেতা জানান, খুব ভালো হয়েছে। বসার জায়গা নিয়ে অনেক কষ্ট পেতাম, এখন আর সেই চিন্তা নেই। পুলিশের এই মানবিক ভুমিকায় সবজি বিক্রেতাদের মনে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে বলেও অনেকে জানায়।
কয়েকজন ক্রেতা জানান, পুলিশের ভুমিকা খুবই প্রশংসনীয়। পুলিশ সামাজিক নিরাপদ দুরত্বের বৃত্ত আঁকার পরেই দৃশ্যপট পাল্টে গেছে। এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।