পুলিশ হত্যার প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ

fec-image

থানায় থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটিতে কর্মরত পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের পুলিশ লাইন্স এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় পুলিশ সদস্যরা বলেন, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুন্ন হয়েছে। যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠানের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে।

তারা আরও বলেন, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি মেনে নেওয়া হবে না। অভিলম্বে পুলিশ সদস্য হত্যাকাণ্ডে বিচারসহ ১১ দফা দাবি না পর্যন্ত পুলিশের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ের নেতৃত্বে সারাদেশে পুলিশের সদস্যরা অনিদিষ্টকাল পর্যন্ত কর্মবিরতি পালন করবে বলে জানান তারা।

এসময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা পুরো পুলিশ লাইন্স এলাকায় মিছিল করে এবং নানা স্লোগান দিতে থাকেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন