পূর্ণ নয় অর্ধ দিবস পালিত হতে পারে তিন পার্বত্য জেলার আজকের হরতাল

পার্বত্য নিউজ রিপোর্ট:

মেয়াদ কমে আজকের হরতাল পূর্ণ দিবসের বদলে অর্ধ দিবস পালিত হতে পারে। হরতাল আহ্বানকারীদের সূত্রে এ খবর জানা গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কীর প্রতি শ্রদ্ধা দেখিয়েই এমন সিদ্ধান্তের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে পার্বত্য নিউজকে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এ প্রতিবেদককে বলেন, পার্বত্য বাঙালীদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয়। দলমত নির্বিশেষে তার প্রতি এ অঞ্চলের বাঙালীদের অগাধ শ্রদ্ধা রয়েছে। তার শাহাদাৎ বার্ষিকীতে এমন একটি কর্মসূচী ঘোষণা করায় আমরা লজ্জিত। আসলে পার্বত্য ভূমি কমিশন আইন সংস্কার প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদিত হওয়ার বাঙালীরা এতো বেশী ক্ষুব্ধ হয়ে পড়ে যে, তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি খেয়ালই করতে পারেনি। তা ছাড়া একটি বড় রাজনৈতিক দলের সাথে দুরত্ব তৈরীর ঝুঁকি তৈরী করেছে এই সিদ্ধান্ত। 

কিন্তু কর্মসূচী ঘোষণা হয়ে যাওয়ায় কিছু করার ছিলনা। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অভ্যন্তরীণভাবে অনেক আলাপ হয়েছে। করণীয় নিয়ে অনেক প্রস্তাব বিবেচনা করা হয়েছে। হরতালের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরতাল অর্ধ দিবস পালন করা হলো এমন কথা ঘোষণা করা হবে বলে ভাবা হচ্ছে। পরবর্তী কালে ১/২ দিন নয়, টানা হরতাল, অবরোধের কর্মসূচী ভাবা হচ্ছে। তবে হরতালের পূর্ণ আমেজ ধরে রাখতে আগেই সিদ্ধান্তের কথা জানানো হবে না জানিয়েছে সূত্রটি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “পূর্ণ নয় অর্ধ দিবস পালিত হতে পারে তিন পার্বত্য জেলার আজকের হরতাল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন