পূর্ব শত্রুতার জেরেই কাউন্সিলর টিপু খুন: অস্ত্রসহ গ্রেফতার ৩ জন

fec-image

পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে পরিকল্পিতভাবে খুলনার ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

গত ৮ জানুয়ারি রাতে কক্সবাজারের হোটেল সীগালের পশ্চিম পাশে ফুটপাতে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে হত্যা করেন শেখ শাহরিয়ার পাপ্পু নামে একজন দুষ্কৃতিকারী। হত্যাকাণ্ডে টিপুর সাথে আসা নারী ঋতুও তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ি থানা এলাকা থেকে কিলিং মিশনে অংশ নেওয়া তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল কক্সকুইন রিসোর্টের একটি কক্ষ থেকে হত্যায় ব্যবহৃত আমেরিকান পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার সকাল সোয়া ১১টায় কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, ২০১৩ সালে শেখ শাহরিয়ার পাপ্পুর চাচা এবং প্রভাবশালী চরমপন্থি নেতা শহিদুল ইসলাম ওরফে হুজি শহীদের হত্যাকাণ্ডে কাউন্সিলর টিপুর জড়িত থাকার অভিযোগ ছিল।

হুজি শহীদ হত্যাকাণ্ডের পর থেকে পাপ্পুর পরিবার টিপুর ওপর ক্ষুব্ধ ছিল। ২০১৫ সালে হুজি শহীদের পরিবারের দায়ের করা মামলায় টিপুকে প্রধান আসামি করা হয়। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন