পেকুয়ায় আ.লীগের সেক্রেটারির বাসভবন ও নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খণ্ড খণ্ড হয়ে বিএনপি-জামায়াত মিছিল করে।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে পেকুয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের বাসভবন ভাংচুর করে ঘরের মালামাল আগুনে পুড়ে দেয় মিছিলকারীরা।
পরে পেকুয়া চৌমুহনী স্টেশনের শাহাদাত এন্টারপ্রাইজ, মোহাম্মাদিয়া কম্পিউটার, কুতুব আউলিয়া কম্পিউটার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, প্রেসক্লাব পেকুয়ার অফিস, মুন্সি মামুনের অফিস, বাপ্পি ওয়াকশপ, নিহার কম্পিউটার, নাজিম ভাতঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিনসহ নানা মূল্যমান জিনিস পত্র, দলিলাদি, আসবাবপত্র, আগুনে পুড়ে দেয়। ভাংচুর করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দুপুর ২টা থেকে রাত ৭ টা পর্যন্ত চলে এ ধংসযজ্ঞ। বিকাল ৫টায় মিছিলকারীদের সাথে সেনাবাহিনীর সদস্যরা মিছিলে শরিক হয়। এদিকে ভাঙ্গা হয় উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল্য। এসময় পুলিশ ও বিজিবির কোন সদস্যকে দেখা যায়নি।