parbattanews

পেকুয়ার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে যেতে অনুরোধ

কক্সবাজারের পেকুয়ার পাহাড়বর্তী তিন ইউনিয়ন শিলখালী, বারবাকিয়া ও টইটং এর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।

৭ জুন দুপুরে তিনি এসব ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ টানা বৃষ্টিতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ হয়ে বসবাস। এ অবস্থায় বসবাসরতদের সচেতন করে বলেন, অতি বর্ষণে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট চেয়ারম্যানদেরকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলার শিলখালী, টইটং ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কিছু পরিবার বসবাস করছে।

Exit mobile version