parbattanews

পেকুয়ার শিলখালীতে নিরহ লোকজনদের গণহারে বন মামলায় জড়ানোর অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের নিরহ লোকজনদের গণহারে বন মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও আতঙ্ক।
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন পেকুয়ার বারবাকিয়া রেঞ্জের বন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া, সাপেরগাঁড়া, উত্তরজুম, সেগুন বাগিঁচা, আঁধারী, ভেডভেডি, দক্ষিণজুম ভিলিজারপাড়াসহ ওই এলাকার শত শত লোকজনদের নামল্লেখে আসামী করে একাধিক বন মামলা দায়ের করে। গত দু’য়েকদিন পূর্বে বিষয়টি ফাঁস হয়ে পড়লে ওইসব এলাকার লোকজনের মাঝে দেখা দিয়েছে চরম গ্রেপ্তার আতঙ্ক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: নুরুল হোছাইন, ৫নং ওয়ার্ডের মেম্বার ডা.জাফর আহমদ এমইউপি ও ৬নং ওয়ার্ডের মেম্বার মো: বাদশা মিয়া এমইউপি তাদের এলাকার লোকজনদের নামে বন বিভাগের মামলা দায়েরের খবর তারাও জানতে পেরেছেন বলে জানান।
এদিকে, শিলখালীতে শত শত নিরহ লোকজনদের জড়িয়ে বন বিভাগের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়েরের ঘটনায় শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অভিলম্বে দায়েরকৃত মামলার নিঃশর্ত প্রত্যাহার হয়রানী বন্ধের জোর দাবী জানিয়েছেন।

Exit mobile version