parbattanews

পেকুয়ায় অস্ত্রসহ র‍্যাবের হাতে যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় র‍্যাবের হাতে তিনটি দেশীয় তৈরি একনলা লম্বা বন্দুকসহ জাকের হোসেন (৪০) নামের এক যুবক আটক হয়েছে।

সোমবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বনকানন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। জাকের হোসেন ওই এলাকার কবির আহমদ সওদাগরের পুত্র। জাকের হোসেনের পরিবারের সদস্যরা জানান, সকালে র‍্যাবের একটি দল বাড়িতে এসে তল্লাশি শুরু করে।জাকের হোসেন ও তার ছোট ভাই ওমান প্রবাসী নুরুল হোসেনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় তা জানিনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাবের একটি গাড়িসহ কয়েকটি সিএনজি টইটং দুর্গম পাহাড়ি মধুখালীর দিকে যাচ্ছিল। শুনেছি গাড়িতে জাকের হোসেন ও তার ভাই নুরুল হোসেনকে নিয়ে অভিযান চালাচ্ছে। সাড়ে ১০টার দিকে নশ্যাফইল্লার আগা নামক স্থানে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

জাকের হোসেনের ছোট ভাই নুরুল হোসেন জানায়, আমাদের দুই ভাইকে বাড়ি থেকে র‍্যাব ধরে নিয়ে যায়। মধুখালী দুর্গম পাহাড়ি মধুখালী নশ্যাফইল্লার আগা থেকে বস্তাভর্তি তিনটি অস্ত্রসহ গাড়িতে তুলে ফের নিয়ে আসেন। আমাকে টইটং ধনিয়াকাটা স্টেশনের একটু উত্তরে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। বড় ভাই জাকের হোসেনকে কোথায় নিয়ে গেছে জানিনা।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা র‍্যাব-১৫ এর একটি দল টইটংয়ের বনকানন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাকের হোসেন নামের একজনকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে মধুখালী এলাকা থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এখনো র‍্যাবের পক্ষ থেকে আমাদেরকে কোন কিছু জানানো হয়নি।

Exit mobile version