পেকুয়ায় ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের পেকুয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ জালাল উদ্দিন (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
সে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত. জামাল উদ্দিনের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিন নামের ওই মাদক কারবারিকে আটক করে। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।